নৌকাডুবিতে প্রাণ গেল দুই জেএসসি পরীক্ষার্থীর

প্রকাশ | ০১ নভেম্বর ২০১৭, ১১:০১ | আপডেট: ০১ নভেম্বর ২০১৭, ১৩:১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পাগলা নদীতে নৌকাডুবে দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে আটটার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকার থাকা আরও তিন যাত্রী এখনো নিখোঁজ আছেন। এছাড়া আহত হয়েছেন ১০ জন।

নিহতরা হলেন তানিয়া ও নাদিরা। তারা জেএসসি পরীক্ষা দেয়ার জন্য কেন্দ্রে যাচ্ছিল।

স্থানীয়রা জানান, থানাকান্দি গ্রাম থেকে নৌকায় করে কয়েকজন জেএসসি পরীক্ষা দেয়ার জন্য কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে যাচ্ছিল। কৃষ্ণনগর ব্রিজের একটি খুঁটিতে ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে যায়। এতে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ আছেন তিনজন।

কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস জানান, পরীক্ষা যথাযথ সময়ে শুরু হয়েছে। আহত শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুরুতর আহত তিনজনকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/১নভেম্বর/প্রতিনিধি/এমআর