নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

প্রকাশ | ০১ নভেম্বর ২০১৭, ২১:২৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের বরাব এলাকার শামীম নিখোঁজের তিন দিন পর একটি বাঁশ বাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব গ্রামের মোজাম্মেল হকের ছেলে শামীম গত তিন দিন ধরে নিখোঁজ ছিল। বুধবার সকালে বাড়ির পাশের একটি বাঁশ বাগানে গলায় রশি বাঁধা ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে ওই যুবকের লাশ উদ্ধার করে।

তবে ওই যুবকের ভাই শাহিন মিয়া জানান, তিন দিন আগে তার ভাই শামীম মিয়া নিখোঁজ হয়। তার ভাই সুখেরটেক এলাকার শাহিনা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে বিয়ে করেছে এমন কথা বলে গত শনিবার তাদের বাড়িতে শাহিনার শাশুড়িসহ ওই এলাকার লোকজন মিলে শামীম ও শাহিনাকে খুঁজতে বাড়িতে আসেন।

তার ভাই শামীম বাড়িতে না থাকায় ওই লোকজন চলে যায়। পরে ওই দিন বিকালে দ্বিতীয় দফায় বাড়িতে এসে হুমকি দিয়ে যায় শাহিনার শ্বশুর বাড়ির লোকজন। কিন্তু শাহিনা আমার ভাইকে ভাই বলে ডাকত। এ সুবাধে তারা মোবাইলে কথা বলত। শাহিনার শ্বশুর বাড়ির লোকজন আসার পরদিন থেকে আমার ভাই নিখোঁজ হয়। তিনি আরো দাবি করেন, আমার ভাইকে হত্যা করে শাহিনার শ্বশুর বাড়ির লোকজন লাশ বাঁশ গাছের সাথে বেঁধে রেখে যায়।

সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম বলেন, ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে।

(ঢাকাটাইমস/১নভেম্বর/প্রতিনিধি/এলএ)