নারায়ণগঞ্জে সন্ত্রাসী পিচ্চি বোরহান গ্রেপ্তার

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৭, ১৫:৩৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী পিচ্চি বোরহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বুধবার গভীর রাতে ফতুল্লার শাসনগাঁও এলাকা থেকে পিচ্চি বোরহানকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার এসআই আব্দুস শাফীউল আলম জানান, বুধবার গভীর রাতে গোপন সংবাদে শাসনগাঁও এলাকায় অভিযান চালিয়ে পুলিশের ১৪নং তালিকাভুক্ত সন্ত্রাসী বোরহান ওরফে পিচ্চি বোরহানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/২নভেম্বর/প্রতিনিধি/এলএ)