বাল্যবিয়ে: মাদারগঞ্জে ভুয়া কাজী ও বরের আত্মীয়ের কারাদণ্ড

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৭, ১৭:১২

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাল্যবিয়ে নিবন্ধনের সময় এক ভুয়া কাজী ও বরের একজন নিকটাত্মীয়কে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এ রায় দেন।

জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি গ্রামে বুধবার গভীর রাতে স্থানীয় নিজাম উদ্দিনের পঞ্চম শ্রেণি পরুয়া কন্যার সাথে মেলান্দহ পৌরসভার গোলাপ হোসেনের বিয়ে নিবন্ধনের প্রস্তুতি চলছিল। স্থানীয় সচেতনমহলের অভিযোগের প্রেক্ষিতে চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল ইসলাম লোকজন নিয়ে ওই বাড়িতে গিয়ে মেয়েটির বিয়ে বন্ধ করেন। একই সাথে একই ইউনিয়নের ভুয়া কাজী সুলতান মাহমুদ ও বরের নিকটাত্মীয় মো. আলা উদ্দিনকে আটক করেন।

আলা উদ্দিনের বাড়ি মেলান্দহ উপজেলার মৌহাডাঙ্গা গ্রামে। আটক দুজনকে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালতের বিচারক।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ভুয়া কাজী সুলতান মাহমুদ ও বরের নিকটাত্মীয় আলা উদ্দিনকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০২নভেম্বর/প্রতিনিধি/ইএস)