বুড়িগঙ্গায় ঝাঁপ দেয়া সেই তরুণ-তরুণীর লাশ উদ্ধার

প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৭, ১৩:৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দেওয়া সেই তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার সকালে দুইজনের লাশ দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়।

ঘটনার পর দুইজনের পরিচয় পাওয়া না গেলেও লাশ উদ্ধারের পর তাদের পরিচয় জানান গেছে। এরা হলেন-ইমন ও আনিকা।

গত বুধবার এ দুইজন পোস্তগোলা এলাকার বাংলাদেশ–চীন মৈত্রী সেতু থেকে বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দেন। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ তাদের উদ্ধারে অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাসেল রায়হান বলেন, সকাল পৌনে ৭টার দিকে ছেলেটির লাশ পোস্তগোলার বাংলাদেশ–চীন মৈত্রী সেতু থেকে ২০০ গজ দূরে বুড়িগঙ্গা নদীতে ভেসে ওঠে। এর ঘণ্টাখানেক পর মেয়েটির লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধারের পর লাশ দুটি হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। সায়েদাবাদ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন ইমন। আনিকার বাড়ি যাত্রাবাড়ী এলাকায়। তবে কেন তারা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

(ঢাকাটাইমস/৩নভেম্বর/জেডএ)