মা-ছেলে খুন: তৃতীয় স্ত্রীসহ করিম রিমান্ডে

প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৭, ১৮:৩১ | আপডেট: ০৩ নভেম্বর ২০১৭, ১৮:৩৩

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর কাকরাইলে মা-ছেলেকে নৃশংসভাবে খুনের ঘটনায় গৃহকর্তা আবদুল করিম ও তার তৃতীয় স্ত্রীকে রিমান্ডে পেয়েছে পুলিশ। ব্যবসায়ী আবদুল করিম ও অভিনেত্রী শারমিন আক্তার মুক্তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার একটি আদালত।

এর আগে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোজাম্মেল হোসেন তাদের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলম এই রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর ৭৯/১ নম্বর ‘মায়াকানন’ নামের বাড়ির পাঁচ তলায় গত বুধবার সন্ধ্যায় খুন হন ব্যবসায়ী আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার ও তার ছেলে ও লেভেলে পড়ুয়া সাজ্জাদুল করিম।

গ্রোসারি ব্যবসা পাশাপাশি এফডিসিকেন্দ্রিক চলচ্চিত্রের প্রযোজনা ও পরিচালনায় যুক্ত করিমের বহুবিবাহের কারণে পারিবারিক জটিলতা থেকে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এই দুইজনের রিমান্ডের জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের ক্লু উদ্ধার হতে পারে বলে আশা করছে পুলিশ।

(ঢাকাটাইমস/০৩নভেম্বর/জেবি)