সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে আহত

প্রকাশ | ০৪ নভেম্বর ২০১৭, ১৪:০১

এম. বেলাল হোসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরা-আশাশুনি মহাসড়কের ভালুকাচাঁদপুর নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাজমা খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ওই গৃহবধূর ছেলে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার ভালুকাচাঁদপুর মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাজমা খাতুন ভাঁলুকাচাঁদপুর গ্রামের আবুল কাসেমের স্ত্রী।

স্থানীয়রা জানান, বাড়ি থেকে ছেলের মোটরসাইকেলের পেছনে বসে নাজমা খাতুন সাতক্ষীর শহরের দিকে আসছিলেন। পথে ভালুকাচাঁদপুর মোড়ে পৌঁছলে পেছন দিক থেকে একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নাজমা খাতুন মারা যান। এতে তার ছেলে মারাত্মক আহত হয়। আহত ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৪নভেম্বর/জেডএ)