‘যাবজ্জীবন মানে আমৃত্যু’ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৭, ১৬:৫০ | আপডেট: ০৫ নভেম্বর ২০১৭, ১৭:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

‘যাবজ্জীবন মানে ৩০ বছর নয়, আমৃত্যু (ন্যাচারাল লাইফ) কারাবাস’ আপিল বিভাগের এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়েছে।

রবিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ রিভিউ আবেদনটি করেন জামায়াতপন্থী আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ২৪ এপ্রিল সাভারের একটি হত্যা মামলায় আপিল বিভাগের ৯২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে ‘যাবজ্জীবন মানে আমৃত্যু (ন্যাচারাল লাইফ) কারাবাস’ বলে মত দেয় আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

২০০১ সালে সাভারে জামান নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ২০০৩ সালে দ্রুত বিচার আদালত তিনজনকে মৃত্যুদণ্ড দেয়। হাইকোর্টে আপিলের পর বিচারিক আদালতের দণ্ড বহাল থাকে। আপিলের পর ১৪ ফেব্রুয়ারি তিনজনের মৃত্যুদণ্ড মওকুফ করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/এমএবি/জেবি)