রাস্তার পাশে দাঁড়ানো ছাত্র পিষ্ট হলো ট্রাকের ওভারটেকে

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৭, ১৯:৫৪

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় তানজিম আহমদ দিনার (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর দুইটার দিকে শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের উপজেলার মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র উপজেলার ১নং মিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও রঘুরামপুর গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী মো. আলমগীর মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রাক (যশোর-ঢ-৪১-০০২৮) ওই বিদ্যালয়ের সামনে এসে অপর আরেকটি ট্রাককে ওভারটেক করছিল। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুলছাত্র দিনারকে চাপা দেয় ট্রাকটি। পরে ট্রাকচালক গাড়ি রেখে পালিয়ে যান। দিনারের মৃত্যুর খবর মুহূর্তেও ছড়িয়ে পড়লে এলাকার লোকজন উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে ঘাতক ট্রাকসহ দুটি ট্রাক ভাঙচুর করে।

খবর পেয়ে আধা ঘণ্টা পরে পুলিশ ঘটনাস্থলে এসে দিনারের লাশ উদ্ধার করে।

পরে হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রাসেলুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/প্রতিনিধি/ইএস)