বাকৃবিতে ‘পদচিহ্নের’ প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্ল্যাশমব

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৭, ২২:৩২

বাকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ফ্ল্যাশমব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠন পদচিহ্ন।

রবিবার সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির সহ সভাপতি ড. মো. মাহমুদুল হাসান শিকদার।
 
বর্ণাঢ্য নাচ গান ও অভিনয় নিয়ে ফ্ল্যাশমবের আয়োজন করে সংগঠনটি। পরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তারা।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ১০ অক্টোবর সংঠনটি প্রতিষ্ঠিত হয়। গৌরবজ্জ্বল পথচলার ১৯ বছরে পদার্পণ করেছে তারা।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/আরএইচ/ ইএস)