রাজধানীতে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৭, ১১:২৩ | আপডেট: ০৬ নভেম্বর ২০১৭, ১৩:১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর বাড্ডায় ছুরিকাঘাতে নাসিম নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত নাসিমের বাবার নাম আলী আহমদ। তারা মধ্যবাড্ডার পোস্ট অফিস গলির ৯৭৫ নম্বর বাসায় থাকেন। নাসিম বেসরকারি মানারত বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক এসআই বাচ্চু মিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু কে বা কারা নাসিমকে ছুরিকাঘাত করেছে সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।

তবে স্থানীয় কয়েকজন জানান, ক্রিকেট খেলায় বাজি ধরাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে সকাল কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

ঢাকাটাইমস/৬নভেম্বর/এএ/এমআর