নারায়ণগঞ্জে নিখোঁজ যুবকের গলিত লাশ উদ্ধার

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৭, ১৬:১৪ | আপডেট: ০৬ নভেম্বর ২০১৭, ১৬:১৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের এক মাস পর ইউনুছ (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার সকালে উপজেলার দড়িগাঁও গ্রামের একটি পুকুরে কচুরীপানার স্তূপের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।

নিহতের ভাই হাসান আলী জানান, ৫ অক্টোবর সন্ধ্যায় কারো সাথে মোবাইলে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যায় ইউনুছ। তারপর থেকে সে নিখোঁজ।

এ ব্যাপারে আড়াইহাজার থানায় ৬ অক্টোবর বোন মল্লিকা বেগম একটি সাধারণ ডায়েরি করে। পরে বাদী নারায়ণগঞ্জ ডিবি পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দেন।

নারায়ণগঞ্জ ডিবি পুলিশের এসআই ফিরোজ মুন্সি গোপন সংবাদে ঢাকা থেকে রবিবার রাতে সন্দেহভাজন আসামি দড়িগাঁও গ্রামের ওয়াজউদ্দীনের ছেলে আনোয়ারকে গ্রেপ্তার করেন এবং তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির পেছনের একটি পুকুর থেকে ইউনুছের অর্ধগলিত লাশ উদ্ধার করেন। সেই সঙ্গে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে দড়িগাঁও গ্রামের আফতাবউদ্দিনের ছেলে মকবুলকেও গ্রেপ্তার করেন তিনি।

প্রসঙ্গত, প্রায় চার বছর আগে আনোয়ারের কাছে পৈত্রিক সম্পত্তি বিক্রির নগদ চার লাখ টাকা আমানত রেখেছিল ইউনুছ। ওই টাকা চাইতে গেলে ইউনুছকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন আনোয়ার। এ ব্যাপারে তখনি আড়াইহাজার থানায় অভিযোগ দিলে আনোয়ারকে আটক করে পুলিশ। কিন্তু প্রভাবশালীদের তদবিরে তখনো তাকে ছেড়ে দেয় পুলিশ।

এ ব্যাপারে আড়াইহাজার থানার এসআই মাহফুজ রানার সাথে কথা বলার জন্য বারবার তার মুঠোফোনে কল দিলেও তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হক জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)