চ্যানেল আই ইউকে পরিবারকে সংবর্ধনা

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৭, ১৯:৫৭

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

লন্ডনের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই (ইউকে)-এর ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সুয়েব, যোগাযোগ পরিচালক ডা. আনোয়ারা আলী  ইতালির ভেনিসে আগমনে ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে রবিবার সংবর্ধনা প্রদান করা হয়।

ভেনিস বাংলা স্কুলের সভাপতি কামরুল সরোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্কুলের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানান স্কুলের কর্মকর্তাবৃন্দ। প্রবাসে নতুন প্রজন্মকে বাংলা শিক্ষায় বিশেষ ভূমিকা রাখায় রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সুয়েব ভেনিস  বাংলা স্কুলের পরিচালকদের ধন্যবাদ জানান।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা সম্পাদিকা বিপ্লবী আক্তার, সহ মহিলা সম্পাদিকা সুরাইয়া আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক সুহেল মিয়া, প্রচার সম্পাদক লিমন, সদস্য হান্নান, যমুনা টিভির সাংবাদিক জাকির হোসেন সুমন, চ্যানেল আই প্রতিনিধি এমদাদ হোসেন, চ্যানেল এস সাংবাদিক নাজমুল হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/সিকে/এলএ)