এমপি পক্ষের সমাবেশে যোগ দেয়ায় আ.লীগ নেতাকে ছুরিকাঘাত

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৭, ২১:১৩ | আপডেট: ০৬ নভেম্বর ২০১৭, ২১:১৬

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরে আওয়ামী লীগের এমপি পক্ষের সভায় যোগদান করায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা মিলন হোসেন গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

সোমবার সন্ধ্যায় শহরের হাজী মোহম্মদ মহাসীন রোডে বড় বাজার এলাকার এম এম ক্লথ স্টোরের সামনে ঘটেছে।

ছুরিকাঘাতে আহত নেতা ১৫নং বসুন্দীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদক দাবি করেন আহত মিলন। তিনি জানান, সোমবার বিকালে যশোর ডড়াটানায় আওয়ামী লীগের এমপি পক্ষের সমাবেশ ছিল। ওই সমাবেশে তিনি যোগদান করেন। সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে শহরের হাজী মোহম্মদ মহসীন রোডে বড়বাজার এলাকায় এইচ এম এম ক্লথ স্টোরের সামনে পৌঁছালে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে প্রতিপক্ষ পক্ষের ১৫নং বসুন্দীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেলসহ জেলা ছাত্রলীগের দুইজন প্রভাবশালী নেতা তাকে ছরিকাঘাত করে পালিয়ে যায়।

হাসপাতালের অর্থ সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুর রশীদ বলেন, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাসার বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)