রাজবাড়ীতে বিএনপির সংবর্ধনায় পুলিশের বাধা

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৭, ২২:০৫

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেয়ার আয়োজন করা হলে পুলিশ এতে বাধা দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় পুলিশের লাঠিচার্জে দশ নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি বিএনপির।

পরে আলী নেওয়াজ বিকালে আজাদী ময়দানে জেলা বিএনপির অফিসে যাওয়ার পথে পুলিশ তাকে যেতে দেয়নি।

এ বিষয়ে সদর থানার ওসি তারিক কামাল জানান, জেলা বিএনপির সভাপতির দলীয় কার্যালয়ে যাবার সময় নেতাকর্মীরা মিছিল করে কোন অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি করতে না পরে- এ জন্য পুলিশ তার বাড়ির সামনে অবস্থান নিয়েছে।

তবে রাতে তার নিজ বাড়িতে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা বলেন, পুলিশ বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে এবং আমার বাড়ির সামনে অবস্থান নিয়ে স্বৈরাচারী আচরণ করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

প্রসঙ্গত, দীর্ঘদিন লন্ডনে তারেক জিয়া ও খালেদা জিয়ার সান্নিধ্যে অবস্থানের পর দেশে ফিরে সোমবার তিনি রাজবাড়ী শহরের নিজ বাড়ি ফেরেন।

(ঢাকাটাইমস/৭নভেম্বর/প্রতিনিধি/এলএ)