হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৭, ১৮:৩৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস

রাজধানীর হাজারীবাগ থানার সামনে পুলিশের জন্য নির্মিত একটি ভবনের পাইলিংয়ের কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মোস্তাদুল ব্যাপারী।

আজ মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে।

মোস্তাদুল ওই ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

মৃতের ভাগিনা দেলোয়ার হোসেন বলেন, বিকাল সাড়ে চারটার দিকে পাইলিংয়ের কাজ করার সময় জেনারেটরের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় মোস্তাদুল। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে পাঁচটার সময় তাকে মৃত ঘোষণা করেন।

মোস্তাদুল হাজারীবাগ থানা কম্পাউন্ড এলাকাই থাকতেন। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার চৌরালী গ্রামের কদর আলী ব্যাপারীর ছেলে।  

ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃত  মোস্তাদুল ব্যাপারীর লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

ঢাকাটাইমস/০৭নভেম্বর/এএ/জেডএ