‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা নিতে যাননি সৈয়দ আবুল হোসেন

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৭, ১৫:৫১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পারিবারিকভাবে নিয়মিত আয়কর দেয়ায় এবছর জাতীয় রাজস্ব বোর্ড দেশের ৮৪টি পরিবারকে ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা দিয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত আজ আগারগাঁওস্থ নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে এ সম্মাননা প্রদান করেন।

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, তাঁর পরিবার এ বছর ‘কর বাহাদুর পরিবার’ সম্মাননা পেয়েছেন। সৈয়দ আবুল হোসেন, তাঁর সহধর্মিনী খাজা নারগীছ হোসেন এবং দুই কন্যা- সৈয়দা রুবাইয়াত হোসেন ও সৈয়দা ইফফাত হোসেন নিয়মিত কর পরিশোধ করায় এ সম্মাননা লাভ করেছেন।

কিন্তু আজ এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সৈয়দ আবুল হোসেন ও তাঁর পরিবারের কোন সদস্যকে সম্মাননা গ্রহণ করতে দেখা যায়নি। কী কারণে অনুপস্থিত তা জানা যায়নি।

(ঢাকাটাইমস/ ৮ নভেম্বর/ এইচএফ)