ডিগ্রি প্রথম বর্ষে পাসের হার ৮৩.৩১

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৭, ১৭:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স  প্রথম বর্ষের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় উত্তীর্ণের হার শতকরা ৮৩ দশমিক ৩১ ভাগ।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের এক হাজার ৮১৬টি কলেজের ৬৯৩টি কেন্দ্রে তিন লাখ ২০ হাজার ১৮৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

কলেজওয়ারী ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে এবং যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu deg Reg. No লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফল জানা যাবে।

এছাড়া ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোনো আপত্তি বা অভিযোগ থাকলে ফল প্রকাশের পর ৭ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে জানাতে হবে।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/জেবি)