জেডিসি পরীক্ষায় নকল সরবারহের দায়ে দুই শিক্ষকের কারাদণ্ড

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৭, ২২:১৮ | আপডেট: ০৮ নভেম্বর ২০১৭, ২২:৩৩

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পিরোজপুরের ভান্ডারিয়ায় জেডিসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে মো. হারুন অর রশিদ ও এস.এম কামরুল ইসলাম নামে দুই শিক্ষককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরীক্ষায় অসদোপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বুধবার ভান্ডারিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার সুমী এ আদেশ দেন।

বহিষ্কৃত চার পরীক্ষার্থীরা হলেন- খাদিজা আক্তার (৩০৪৭৯৯), নাসরিন আক্তার (৩০৪৪৬০), ইমা আক্তার (৩০৪৫২৬), নিপা আক্তার (৩০৪৩৭২)। 

এ বিষয়টি নিশ্চিত করে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, দণ্ডিত দুই শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৯নভেম্বর/প্রতিনিধি/এলএ)