আলালকে বিদেশ যেতে বাধা না দেয়ার নির্দেশ

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৭, ২০:০৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশে যেতে ও ফিরে আসতে বাধা না দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

রায়ে আলালকে ১৭ বার বিদেশ যেতে বাধা দেয়াকেও অবৈধ ঘোষণা করা হয়েছে।

আলালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম ও সগীর হোসেন লিয়ন।

আইনজীবী সগীর হোসেন লিয়ন জানান, মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ যেতে ১৭ বার বাধা দেয়া হয়েছে। এর বৈধতা চ্যালেঞ্জ করে গত ২০ অক্টোবর হাইকোর্টে রিট দায়ের করেন আলাল। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে আদালত আজ রায় দেন।

(ঢাকাটাইমস/৯নভেম্বর/এমএবি/মোআ)