নরসিংদীতে মুদি মালামালসহ নৌকা ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৭, ২০:০৮ | আপডেট: ০৯ নভেম্বর ২০১৭, ২০:৫১

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস

নরসিংদী বাজারের বিপীন সাহার ঘাটসংলগ্ন হাঁড়িধোয়া নদীতে নৌকা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সুরাইয়া। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন এক নারী।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নৌকার যাত্রী সোলেমান মিয়া জানান, ভুসি, ৭০ বস্তা মুদি মালামাল ও নারী-শিশু নিয়ে বিপিন সাহার ঘাট থেকে ছেড়ে নজরপুর যাচ্ছিল লোকমান মিয়ার নৌকা। বিপরীত দিক থেকে আসা নরসিংদী বাজার অভিমুখী আরেকটি নৌকা দেখে নজরপুরগামী নৌকাটি থামিয়ে দেয়া হয়। কিন্তু হাঁড়িধোয়া নদীর দুই কিনারায় বালুভর্তি কার্গো নোঙর করে রাখায় বাজার অভিমুখী নৌকাটি বালিভর্তি কার্গোকে পাশ কাটাতে গিয়ে নজরপুরগামী নৌকাটিকে ধাক্কা দেয়। এতে শিশু সুরাইয়া ছিটকে পানিতে পড়ে যায়। আশপাশের লোকজন তাকে পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, একটি শিশু মারা গেছে এবং একজন মহিলা নিখোঁজ রয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ছিদ্দিক মিয়ার নৌকাটি আটক করেছে।

(ঢাকাটাইমস/৯নভেম্বর/প্রতিনিধি/ইএস)