ছোট ভাইকে গুলি করে বড় ভাইকে অপহরণ

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৭, ২১:০১

ব্যুরো প্রধান, খুলনা

খুলনার কয়রা উপজেলায় হরিহরপুর গ্রামে ছোট ভাইকে গুলি করে বড় ভাইকে অপহরণের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

অপহৃত জ্যোতিষ মাহাতো পেশায় মাছ ব্যবসায়ী। তার ছোট ভাই ধীরেশ মাহাতোকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপহরণকারীরা নিজেদের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পরিচয় দিয়েছে বলে প্রত্যক্ষদর্শী এক নৈশ প্রহরী পুলিশকে জানিয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক ঢাকাটাইমসকে জানান, আহত ধীরেশ মাহাতো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পেছনে কোমরে গুলি লেগেছে। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে সাত থকে আটজন কালো পেশাকধারী লোক নৈশ্য প্রহরীকে দিয়ে তাদের দুই ভাইকে মোবাইলে ফোন করে ঘটনাস্থলে নিয়ে আসে। ঘটনাস্থলে এসে ছোট ভাই ধীরেশ মাহাতো দৌড়ে পালানোর সময় ওই ব্যক্তিরা পেছন থেকে গুলি চালায়। এসময় তিনি গুলিবিদ্ধ হলে পড়ে যায়। পরে তারা জ্যোতিষ মাহাতোকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।

র‌্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম জানান, কয়রায় র‌্যাবের এ ধরনের কোনো অভিযান হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/৯নভেম্বর/জেডএ)