ধর্মমন্ত্রীকে কাছে পেয়ে ফুটবল কন্যাদের বিজয় উল্লাস

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৭, ২৩:৩০

ব্যুরো প্রধান,ময়মনসিংহ

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর কন্যাদের দুর্দান্ত নৈপূন্য প্রদর্শন উপভোগ করেন।

ময়মনসিংহের কলসিন্দুরের মেয়েরা জেএফএ কাপের ফাইনালে ঠাকুরগাঁও জেলাকে ৩-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জেলা দল। জেএফএ কাপের হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলেছে ময়মনসিংহ জেলা দল।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে এমন জয়ে ময়মনসিংহের হয়ে জোড়া গোল করেছেন রোজিনা আক্তার। অপর গোলটি করেছেন শামসুন্নাহার।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ময়মনসিংহকে ৫০ হাজার ও রানার্স-আপ দল ঠাকুরগাঁওকে ২৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়েছে।  টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে ৫ হাজার টাকা করে দেয়া হয়েছে। এছাড়া পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, ফাইনালের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলরক্ষক, সেরা রক্ষণভাগ, সেরা মিডফিল্ড ও সেরা আক্রমণভাগের খেলোয়াড়কে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়েছে।

টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও জেলার সাগরিকা।  সেরা রক্ষণভাগের খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলার তানিয়া।  সেরা মিডফিল্ডার হয়েছেন ঠাকুরগাঁও এর সহ-অধিনায়ক বিথিকা কিসকু।  সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ময়মনসিংহের রোজিনা আক্তার (১৪ গোল)।  সেরা স্ট্রাইকার হয়েছেন ময়মনসিংহের সালমা খাতুন।  ফেয়ার প্লে ট্রফি পেয়েছে সেমি-ফাইনালিস্ট টাঙ্গাইল জেলা দল।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা উইং-এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ প্রমুখ।

ধর্মমন্ত্রী ঢাকা বেইলি রোডের বাসায় কলসিন্দুরের মেয়েদের সাথে আহার শেষে ফটোসেশনে যোগ দেন।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এমডি/এলএ)