সিংড়ায় অটোরিকশা উল্টে জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৭, ১৬:৫১

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

নাটোরের সিংড়ায় জেএসসি পরীক্ষা দিতে আসার পথে অটোরিকশা উল্টে মীর শাওন (১৩) নামের এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার সকালে উপজেলার শেরকোল ইউনিয়নের গোবেন্দ্রনগর কাপালিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পরীক্ষার্থী উপজেলার লালোর ইউনিয়নের ডাকমন্ডব গ্রামের কৃষক জয়েন উদ্দিনের ছেলে ও একই ইউনিয়নের হামিরঘোষ  উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, রবিবার সকালে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় নিহত মীর শাওনসহ নয়জন গণিত পরীক্ষায় অংশ নিতে সিংড়া পৌর এলাকার দমদমা উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলো। পথে গোবিন্দ্র নগর কাপালিপাড়ায় শিক্ষার্থীদের অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় শাওন। আর বাকি শিক্ষার্থীরা সামান্য আহত হয়। পরে অন্য শিক্ষার্থীরা বিকল্প যানবহনে পরীক্ষার কেন্দ্রে যায়। এদিকে নিহত শিক্ষার্থীর মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/প্রতিনিধি/ইএস)