নওগাঁয় পাঁচ শিশুসহ ১০ রোহিঙ্গা আটক

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৭, ১২:২৫ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৭, ১৩:১১

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা থেকে পাঁচ শিশু, দুই নারী ও তিন পুরুষসহ মোট ১০ রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

সোমবার সকালে সীমান্তবর্তী মধুইল বাজারের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, সকালে সাপাহার সীমান্ত এলাকার মধুইল বাজার থেকে একটি বাস নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। এ সময় ১০ রোহিঙ্গা তড়িঘড়ি বাসে ওঠে। স্থানীয়রা বুঝতে পেরে তাদের আটকে রেখে সাপাহার ১৪ বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি গিয়ে রোহিঙ্গাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়।

১৪ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল খিজির খাঁ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক রোহিঙ্গাদের স্থানীয় খঞ্জনপুর কোম্পানি ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কোথা থেকে এসেছে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

ঢাকাটাইমস/১৩নভেম্বর/প্রতিনিধি/এমআর