টাঙ্গাইলে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৭, ১৪:৫৯

নিজস্ব প্রতিবেদক,টাঙ্গাইল

পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেয়ার দাবিতে কর্মবিরতি পালন করছে টাঙ্গাইল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

টাঙ্গাইল পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার সকাল ৯টা থেকে পৌরসভার সামনে তারা এ কর্মবিরতি কর্মসূচি পালন শুরু করেন। বিকাল ৫টা পর্যন্ত তাদের এ কর্মবিরতি চলবে। 

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি শিব্বির আহমেদ আজমী, সিনিয়র সভাপতি শাহনেওয়াজ পারভীন, সহ-সভাপতি শওকত হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোতালেব প্রমুখ। এছাড়া পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/জেডএ)