ইতালিতে এমপি নাভানাকে সংবর্ধনা

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৭, ২২:০৭

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাভানা আক্তার ইতালির ভেনিসে আগমনে সেখানকার শরীয়তপুর প্রবাসীদের আয়োজনে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার স্থানীয় একটি হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়।

শরীয়তপুর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল মামুন ঢালীর সভাপতিত্বে এবং বিপ্লবী আক্তার ও হান্নান বাবুর যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে শরীয়তপুর জেলা প্রবাসীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে  প্রধান অতিথি এমপি নাভানা আক্তার নিজ জেলার প্রবাসীদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। নদী ভাঙন এলাকার জেলা প্রবাসীদের সম্মুখে প্রবাসীদের আকুল আবেদনের পরিপেক্ষিতে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, শরীয়তপুর জেলার নদী ভাঙন রোধ প্রকল্পের জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সাথে আলাপ হয়েছে এবং তিনি এই প্রকল্পের দ্রুত বাস্তবায়নের চেষ্টা করছেন।

অন্যান্যের বক্তব্য দেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভেনিসের সাধারণ সম্পাদক মজিবুর সরকার, রফিক সৈয়াল, রুহুল আমিন সৈয়াল, বিল্লাল হোসেন ঢালী, সালাউদ্দিন সর্দার, মিজানুর রহমান, মোক্তার মোল্লা প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/সিকে/এলএ)