ব্র্যাথওয়েট ঝড়ে খুলনার সংগ্রহ ১৫৬

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৭, ১৪:৪১ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৭, ১৪:৪৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আগের ম্যাচেও কার্লোস ব্র্যাথওয়েট খেলেছিলেন ঝড়ো ইনিংস। আজ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আবারও ব্র্যাথওয়েট-ঝড়। ৬টি ছয় আর ৪টি চারের সাহায্যে ২৯ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই ক্যারিবীয়। সেই সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে খুলনার সংগ্রহ দাঁড়াল ১৫৬ রান। জিততে হলে সাকিব-আফ্রিদিদের করতে হবে ১৫৭ রান।

মিরপুরে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। ব্যাট করতে নেমে প্রথম ধাক্কাতেই তিন উইকেট হারায় খুলনা। ৪৬ রান তুলতেই সাজঘরে ফিরে যান ধীমান ঘোষ (২), মাইকেল ক্লিঙ্গার (১০), নাজমুল হোসেন শান্ত (২৪)। চতুর্থ উইকেটে রুশো-রিয়াদ মিলে রানের দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু জুটি গড়ার পথেই ভেঙে দেন শহিদ আফ্রিদি। রিয়াদকে ব্যক্তিগত ১৪ রানের মাথায় বিদায় করেন পাক অলরাউন্ডার।

তবে শুরুটা খারাপ হলেও শেষটা উড়ন্ত হয়েছে খুলনার। স্লগ ওভারে ব্যাট হাতে ঝড় তোলেন ব্র্যাথওয়েট । তাকে সঙ্গ দিয়েছেন রুশো। ৩০ বলে ৩ চারে ৩৪ করেন রুশো। ঢাকার বোলারদের মধ্যে ২টি উইকেট শিকার করেছে আবু হায়দার রনি। একটি করে উইকেট ঝুলিতে পুরেছেন আফ্রিদি, সাকিব এবং নারাইন।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা টাইটানস: ২০ ওভারে ১৫৬/৫ (মাহমুদউল্লাহ রিয়াদ ১৪, ধীমান ঘোষ ২, মাইকেল ক্লিঙ্গার ১০, নাজমুল হোসেন শান্ত ২৪, কার্লোস ব্র্যাথওয়েট ৬৪*, রিলে রুশো ৩৪, আরিফুল হক ৪*; আফ্রিদি ১/২৩, সাকিব ১/৩২, রনি ২/৪০, নারাইন ১/২২)।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/জেইউএম)