মিরপুরে পোলার্ডের তাণ্ডব

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৭, ১৫:৫০ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৭, ১৫:৫১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম ম্যাচে খুলনার দেয়া ১৫৬ রানের জবাবে ব্যাট করতে নামে ঢাকা। শুরুতেই সাকিব-আফ্রিদিদের চেপে ধরে খুলনার বোলাররা। ৪৮ রান দিয়ে তুলে নেন ঢাকার ৫ উইকেট। এরপর সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালিয়েছেন পোলার্ড।

বিশেষ করে দলীয় ১১তম ওভারে মাহমুদউল্লাহ রিয়াদকে রীতিমত শাসন করে ১ ওভারেই মারেন ৪টি ছয়। ২২ গজে তার থাকার সময় যত বাড়তে থাকে ততই যেন ভয়ংকর হয়ে উঠেন পোলার্ড। ১৯ বলে করেন ফিফটি। বিপিএলের ইতিহাসে এটা তৃতীয় দ্রুততম ফিফটির রেকর্ড।

কয়েকদিন আগে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন চিটাগং ভাইকিংসের লুক রনকি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমেই ১৯ বলে অর্ধশতক পূর্ণ করেন রনকি।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/জেইউএম)