শ্রীপুরে ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় যুবকের কারাদণ্ড

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৭, ২১:২০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের শ্রীপুরের সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের এক জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে রায়হান (২৪) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার এ সাজা দেন।

রায়হান উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের রুস্তম আলীর

ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের যাওয়ার পথে প্রায় সময়ই সিংগাদিঘী গ্রামের এক ছাত্রীকে প্রায় সময় উত্ত্যক্ত করতেন রায়হান। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা তাকে আটক করে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে খবর দেয়। পরে প্রধান শিক্ষক পুলিশে খবর দিলে পুলিশ অভিযুক্তকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করে। পরে ভ্রাম্যমাণ আদালত রায়হানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/প্রতিনিধি/ইএস)