ভারতের মাটিতে প্রথম টেস্ট জয়ের খোঁজে শ্রীলঙ্কা

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৭, ১৭:৫৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামীকাল। ম্যাচটিতে প্রতিদিন খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটা থেকে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।

ভারতের মাটিতে ১৭টি টেস্ট ম্যাচ খেলে এখনও জয়ের স্বাদ পায়নি শ্রীলঙ্কা। এবার কাঙ্খিত সেই জয় তুলে নিতে চায় দিনেশ চান্দিমালের শ্রীলঙ্কা। এর আগে ইংল্যান্ডের মাটিতে ২৮টি টেস্ট ম্যাচ খেলার পর জয় পেয়েছিল নিউজিল্যান্ড।

ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন আর আটটি উইকেট শিকার করলে টেস্টে ৩০০ উইকেট শিকার করবেন। তিনি এখন পর্যন্ত ৫২টি টেস্ট ম্যাচ খেলেছেন। এর আগে টেস্টে ৩০০ উইকেট শিকার করতে ৫৬টি ম্যাচ খেলেছিলেন ডেনিস লিলি।

ভারত একাদশ (সম্ভাব্য): লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন/রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, উমেশ যাদব।

শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): দিমুথ করুণারত্নে, সাদিরা সামারাবিকরামা, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), লাহিরু থিরিমান্নে/দাসুন শানাকা, দিলরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল, রঙ্গনা হেরাথ, লাহিরু গ্যামেজ/বিশ্ব ফার্নান্দো।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/এসইউএল)