জেএসসির উত্তরপত্র দিতে গিয়ে যুবক আটক, শিক্ষক পলাতক

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৭, ২১:৪৮

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের রুপগঞ্জে জেএসসি পরীক্ষার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে উত্তরপত্র দিতে গিয়ে এক যুবক আটক হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে কারাদ- দেয়া হয়। একই সময় মোবাইলে উত্তরপত্র দেয়ার সময় কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে খ-কালীন এক শিক্ষক দৌঁড়ে পালিয়ে গেছেন।

আজ বৃহস্পতিবার রুপগঞ্জের কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় ও গোলাকান্দাইল মজিবুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘটে এ ঘটনা।
 
রূপগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা চলাকালে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে মোবাইল ফোনের মাধ্যমে উত্তরপত্র সরবরাহ করছিল হৃদয় মিয়া নামে এক যুবক। এসময় স্থানীয় প্রশাসন টের পেয়ে মোবাইলসহ তাকে আটক করে। সে ভোলাবো ইউনিয়নের বাসুন্দা গ্রামের দিলবার হোসেনের ছেলে।

অপরদিকে, গোলাকান্দাইল মজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের খ-কালীন শিক্ষক জাহিদুল ইসলাম জেএসসি পরীক্ষার্থীদের মাঝে মোবাইল ফোনে উত্তরপত্র দিতে গেলে ঐ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা দেখে ফেলেন। পরে ঐ শিক্ষক দৌঁড়ে পালিয়ে যান।

উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা সত্যি ন্যাক্কারজনক কাজ। এভাবে চললে শিক্ষা ব্যবস্থা ক্ষতির সম্মুখীন হবে।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/প্রতিনিধি/ইএস)