সাব্বির-ব্রেসনানে সিলেটের সংগ্রহ ১৪৬

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৭, ১৫:৫০ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৭, ১৭:১৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

৪টা ছয় আর ১টা চারে মিরপুরে খানিকটা ঝড় তোলেন সিলেট সিক্সার্সের সাব্বির রহমান। ২৬ বলে ১৫৭.৬৯ স্ট্রাইকরেটে করেন দলীয় সর্বোচ্চ ৪১ রান। তাকে সঙ্গ দেন ইংলিশ তারকা টিম ব্রেসনান। ১৭ বলে ৪ চার ১ ছয়ে খেলেছেন ১৭ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস। সিলেটের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৪৬ রান। শেষ পাঁচ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৬৯ রান।

টস হেরে ব্যাটিংয়ে নামে সিলেট। শুরুটা বেশ বাজে হয় নাসিরদের। দলীয় রানের খাতা খোলার পর পরই সাজঘরে ফেরেন ফ্লেচার। দুর্দান্ত ফর্মে থাকা উপুল থারাঙ্গাকে জ্বলে উঠার আগে নিভিয়ে দের মেহেদী হাসান মিরাজ। তৃতীয় উইকেটে দানুশকা গুনাথিলাকা জুটি বাঁধার চেষ্টা করেন সোহানের সঙ্গে। কিন্তু গড়ার আগেই ভাঙল সেই জুটি। সুবিধা করতে পারেননি নাসিরও। ফিরে যান ৯ রান করে। শেষ দিকে সাব্বির-ব্রেসনান মিলে দলকে এনে দেন লড়াকু সংগ্রহ।

রাজশাহীর হয়ে বল হাতে ২টি উইকেট শিকার করেছেন কেসরিক উইলিয়ামস। ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন মোহাম্মদ সামি, মেহেদী মিরাজ, জেমস ফ্রাঙ্কলিন এবং সামিট প্যাটেল।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট সিক্সার্স: ২০ ওভারে ১৪৬/৬ (উপুল থারাঙ্গা ১০, আন্দ্রে ফ্লেচার ০, দানুশকা গুনাথিলাকা ৪০, কাজী নুরুল হাসান ১০, নাসির হোসেন ৯, টিম ব্রেসনান ২৯*, সাব্বির রহমান ৪১ ও লিয়াম প্লাঙ্কেট ৬; মেহেদী হাসান মিরাজ ১/১২, মোহাম্মদ সামি ১/৩৬, ফরহাদ রেজা ০/৪৩, জেমস ফ্রাঙ্কলিন ১/১৭, সামিত প্যাটেল ১/৬, কেসরিক উইলিয়ামস ২/৩২)।

(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/জেইউএম)