বাকৃবিতে হ্যান্ডবল প্রতিযোগিতায় জয়ী কৃষি ও পশুপালন অনুষদ

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৭, ২১:০৬

বাকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  বিকাল তিনটায় ছাত্র ও ছাত্রীদের আলাদা দুটি খেলায় কৃষি অনুষদ ও পশুপালন অনুষদ বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদ থেকে ছাত্রদের ছয়টি দল ও ছাত্রীদের চারটি দল অংশগ্রহণ করেছে।

প্রথম ছাত্রীদের খেলায় পশুপালন অনুষদ এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের খেলাটি গোলশূন্য ড্র হলেও পয়েন্ট ব্যবধানে পশুপালন অনুষদ বিজয়ী হয়।

অপরদিকে ছাত্রদের ফাইনালে পশুপালন অনুষদকে ৫-১ গোল ব্যবধানে হারিয়ে বিজয়ী হয় কৃষি অনুষদ।

খেলা শেষে বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জসিমউদ্দিন খান। এছাড়াও বিভিন্ন অনুষদীয় ডিন ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/প্রতিনিধি/এলএ)