সিরাজদিখানে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৭, ২২:০৮

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একইদিনে দুইটি বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও তানবীর। শুক্রবার বিকাল ৩টায় উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদি গ্রামে স্কুলছাত্রী নাজমা আক্তারের বাল্য বিয়ে ভেঙে দেয়া হয়।

উপজেলার চম্পকদি গ্রামের আজিজুল হাওলাদরের মেয়ে নাজমা আক্তার (১৬) স্থানীয় ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। আর একই উপজেলার শেখরনগর ইউনিয়নের মোহনপুর গ্রামের আ: হাই বেপারীর  ছেলে মারুফ বেপারী (২২)-এর সঙ্গে শুক্রবার বিয়ের আয়োজন করেন অভিভাবকরা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম মেয়ের বাড়িতে গিয়ে আদালত বসিয়ে এই বিয়ে ভেঙে দেন।

এদিকে, এই বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে ইউএনও জানতে পারেন একই গ্রামে তসলিম শেখের মেয়ে লিমা আক্তারের (১৬) সাথে একই এলাকার নুরু মাঝির ছেলে রিপন মাঝির (৩২) সাথে আরও একটি বাল্যবিয়ের আয়োজন চলছে। এ সময় তিনি ওই বাল্যবিয়েও বন্ধ করে দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম জানান, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারি বাল্যবিয়ে হচ্ছে। আমার অন্য প্রোগ্রাম বাদ দিয়ে আমি বাল্যবিয়ে বন্ধ করি। উভয় পক্ষকে বুঝাতে সক্ষম হই- বাল্যবিয়ে একটি সামাজিক ব্যধি। তারা বাল্যবিয়ে না দেয়ার প্রতিশ্রুতি দিলে তাদের কোন জেল-জরিমানা না করে এ বিয়ে বন্ধ করা হয়।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/প্রতিনিধি/এলএ)