বিপিএল মাতাবেন ‘সিলেটি’ বাবর আজম

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৭, ১৬:৩৭ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৭, ১৬:৩৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
ফাইল ছবি

একদিন আগে কুমিল্লা ভিক্টোরিয়ানসে যোগ দেন শোয়েব মালিক, হাসান আলি, ফাখর জামান। ঢাকা ডায়নামাইটসে মোহাম্মদ আমির। এবার সিলেট সিক্সার্সের সঙ্গে যোগ দিয়েছেন আরেক পাকিস্তানি বাবর আজম। এ ছাড়া দলটির মেন্টর হিসেবে আনা হয়েছে পাকিস্তানি পেস কিংবদন্তি ওয়াকার ইউনুসকে।

যোগ দিয়েই অুনশীলন শুরু করেছেন বাবর। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে দলের সঙ্গে প্রাকটিস করেছেন তিনি। সিলেটের টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেল, সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবেন বাবর আজম।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারই প্রথম খেলতে আসলেন বাবর। ওয়ানডে ক্রিকেটে বিশ্বের চার নম্বর ব্যাটসম্যান তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটেও আছেন সেরা দশে। তাছাড়া গত এক বছরে পাকিস্তানের হয়ে সংক্ষিপ্ত সংস্করনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী বাবর আজম।

উল্লেখ্য, বিপিএল সিজন-ফাইভে’র প্রথম তিন ম্যাচে টানা জয় পায় নাসির হোসেনের নেতৃত্বাধীন সিলেট সিক্সার্স। এরপর হঠাৎ করেই ছন্দপতন। সাত ম্যাচে টানা তিন পরাজয় ঝুলিতে পুরে সিলেট। বর্তমানে সাত পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে দলটি।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/জেইউএম)