‘বোলার’ কোহলি

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৭, ১৭:৩৬ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৭, ১৭:৩৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

কলকাতা টেস্টের চতুর্থ দিনে বোলিং করেছেন ভারতীয় দলনেতা বিরাট কোহলি। এক ওভার এক বল বোলিং করে দিয়েছেন মাত্র ৫ রান। মোহাম্মদ শামি আহত হওয়ায় তার ওভারের শেষ বলটি করেন কোহলি। এরপর আরও এক ওভার বোলিং করেছেন তিনি।

এর আগে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিল্লি টেস্টে বোলিং করেছেন কোহলি। ৬১ টেস্ট ক্যারিয়ারে এ পর্যন্ত ৮ ইনিংসে ২৬.১ ওভার বোলিং করেছেন কোহলি। ৭৫ রান দেওয়ার বিপরীতে ২টি মেডেন পেলেও উইকেটের দেখা এখনো পাননি।

তবে সাদা পোশাকে উইকেট না পেলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কোহলির নামের পাশে উইকেট আছে। ওয়ানডেতে এ পর্যন্ত ৪৮ ইনিংসে ১০৬.৫ ওভার বোলিং করেছেন কোহলি। ৬৬৫ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। মেডেন আছে এক ওভার।

টি-টোয়েন্টিতেও কোহলির উইকেট সংখ্যা ৪টি। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে ১২ ইনিংসে ২৪.২ ওভার বোলিং করেছেন কোহলি। দিয়েছেন ১৯৮ রান। নেই কোনো মেডেন ওভার।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/জেইউএম)