সুস্থ হয়ে উড়ে গেল ধূসর পেঁচা

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৭, ২২:১৯ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৭, ২২:২৬

মনোনেশ দাস, ময়মনসিংহ

পথ ভুলেই হয়তো দেশের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল শালবনের একাংশ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এসে পড়েছিল বিরল প্রজাতির বৃক্ষবিহীন তুন্দ্রা এলাকার বাসিন্দা তুষার সাদা পেঁচাটি।

বরফের বাসিন্দা পেঁচাটি উষ্ণ তাপপ্রবাহের হালকা দাবদহে কষ্ট সামলাতে পারেনি হয়তো। মারাত্মক অসুস্থ হয়ে রবিবার লুটিয়ে পড়ে ফুলবাড়ীয়ার মাটিতে। পাখিপ্রেমিদের জন্য এ ঘটনাটি মর্মান্তিক হলেও আনন্দের উপকরণ হয়ে যায় একদল দূরন্ত শিশুর।

একে তো বৈরি আবহাওয়ায় পেঁচাটির প্রাণ ওষ্ঠাগত, উপরন্তু শিশুদের খোঁচাখুঁচি।

পেঁচাটির এ যন্ত্রনার দৃশ্যটি চোখে পড়ে স্থানীয় আনোয়ার হোসেন নামে এক পাখিপ্রেমী যুবকের। দুরন্ত শিশুদের কবল থেকে অসুস্থ পেঁচাটিকে উদ্ধার করে আনেন ওই যুবক।

এরপর ফুলবাড়ীয়ার সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মান্নানের সহযোগিতায় এবং পরামর্শে স্যালাইন ওয়াটার ও খাবার খাইয়ে বেশ খানিকটা চাঙা করা হয় পেঁচাটিকে। সুষ্ঠু পরিচর্যা, যথাযথ সহযোগিতা পেয়ে পেঁচাটি সুস্থ হয়ে উড়ে গেল আপন গন্তব্যে।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এমডি/এলএ)