পাওয়ার ব্যাংক আনলো টেসলা

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৭, ১২:৩৭

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

যুক্তরাষ্ট্রের বিখ্যাত বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টেসলা এই প্রথম বাজারে নিয়ে এলো বৈদ্যুতিক গাড়ি। এসব পাওয়ার ব্যাংক আইওএস কিংবা অ্যানড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যাবে। 

টেসলার পাওয়ার ব্যাংকে আছে ৩৩৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এর মূল্য ৪৫ ডলার।

এই পাওয়ার ব্যাংকে ইউএসবি, মাইক্রোইউএসবি এবং অ্যাপল লাইটিং পোর্টস রয়েছে। 

টেসলার নতুন এই পাওয়ার ব্যাংক দেখতে অনেকটা ইনটেক্সের পাওয়ার ব্যাংকের মতই। সিলিন্ড্রিক্যাল বডির এই পাওয়ার ব্যাংকের পুরুত্ব ১০৮x৩০.৫x২৩.৩ মিলিমিটার।

টেসলা দাবি করছে তাদের এই পাওয়ার ব্যাংক দিয়ে স্মার্টফোনে দ্রুত চার্জ দেয়া যাবে।  

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এজেড)