১০ টাকা কুড়াতে গিয়ে খোয়া গেল দুই লাখ

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৭, ১৮:৩৩

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

১০ টাকার একটি নোট কুড়াতে গিয়ে দুই লাখ টাকার বান্ডিল খোয়ালেন এক নারী। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনার শিকার হয়েছেন ময়মনসিংহ পোস্ট অফিসে টাকা জমা দিতে আসা গ্রাহক রানী পাল। তিনি শহরের নওমহল এলাকার বাসিন্দা।

টাকা খুঁইয়ে তিনি এখন পাগল প্রায়।তিনি ময়মনসিংহ প্রধান ডাকঘরের পোস্ট মাস্টারকে বিষয়টি জানিয়েছেন।

প্রতিকার না পেয়ে ময়মনসিংহ পুলিশের ডিআইজি অফিসের সামনে একটি রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল চলাকালে সাংবাদিকদের কেঁদে কেঁদে অভিযোগ করে ওই নারী বলেন, এই টাকাগুলোই ছিল আমার সংসার পরিচালনার একমাত্র অবলম্বন।

তিনি বলেন, পোস্ট অফিসের কাউন্টারে দুই লাখ টাকার বান্ডিল রেখে জমার বইয়ে লিখছিলাম।

এ সময় হঠাৎ ত্রিশ-পয়ত্রিশ বছর বয়সী এক লোক এসে বলেন, আপনার ১০ টাকা নিচে পড়ে গেছে। ওই ব্যক্তির কথা শুনে ১০ টাকা ওঠাতে গিয়ে দেখেন- কাউন্টারে রাখা তার দুই লাখ টাকার বান্ডিলটি নেই। ততক্ষণে কেটে পড়েছে ওই ব্যক্তিও।

অভিযোগ রয়েছে, ইতোপূর্বেও এ পোস্ট অফিস থেকে গ্রাহকদের চার-পাঁচবার টাকা খোয়া গেছে।

এদিকে পোস্ট অফিস সূত্রে জানা গেছে, পোস্ট অফিসে সংরক্ষিত সিসি ক্যামেরাগুলো বিকল। এতে গ্রাহকরা দুঃশ্চিন্তায় পড়েছেন এবং নিরাপত্তহীনতায় ভুগছেন।

এ ব্যাপারে ময়মনসিংহ পোস্ট অফিসের মাস্টার ছালিমুল হককে টেলিফোনে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এমডি/এলএ)