রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সূচি

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৭, ২২:০৭

বেরোবি প্রতিনিধি, ঢাকাটাইমস

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা  আরিফুল ইসলাম।

আরিফুল ইসলাম জানান, আগামী ২৬ ও ২৭ নভেম্বর যথাক্রমে ‘এ’ এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা মোট চারটি শিফটে অনুষ্ঠিত হবে। ১ম শিফট- সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত; ২য় শিফট- বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত; ৩য় শিফট- দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত এবং ৪র্থ শিফট- বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে’।

‘সি’ এবং ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা  ২৮ নভেম্বর মোট চারটি শিফটে অুনষ্ঠিত হবে। প্রথম দুই শিফট ‘সি’ ইউনিটের এবং পরের দুই শিফট ‘এফ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ম শিফট- সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এবং ২য় শিফট- বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘সি’  ইউনিট এবং ৩য় শিফট- দুপুর ১টা ৩০মিনিট থেকে ২টা ৩০মিনিট এবং ৪র্থ শিফট- বিকাল ৩টা ৩০মিনিট থেকে ৪টা ৩০মিনিট পর্যন্ত ‘এফ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘ডি’ ইউনিটের পরীক্ষা ২৯ নভেম্বর মোট ২টি শিফটে অনুষ্ঠিত হবে। ১ম শিফট- সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এবং ২য় শিফট- বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘ই’ ইউনিটের পরীক্ষা ৩০ নভেম্বর মোট ২টি শিফটে অনুষ্ঠিত হবে। ১ম শিফট- সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এবং ২য় শিফট- বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/প্রতিনিধি/এলএ)