খুলনায় গোলাগুলিতে বনদস্যু গামা নিহত, ১১ জেলে উদ্ধার

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৭, ২৩:০০

ব্যুরো প্রধান, খুলনা

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনে দুই দস্যু বাহিনীর গোলাগুলিতে গামা মন্ডল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত গামা কাজল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ ১১ জেলেকে উদ্ধার করে অস্ত্র ও গুলি জব্দ করে।

আজ মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে সুন্দরবনের দস্যু কাজল ও মুন্না বাহিনীর মধ্যে গোলাগুলির সংবাদ পেয়ে কয়রা থানা পুলিশ সেখানে অভিযান চালায়।

পরে আড়পাঙ্গাসিয়া নদীর ভায়লার খাল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয় গামাকে। পরে লোকালয়ে আনার পথে তার মৃত্যু হয়। এসময় সেখান থেকে একটি পাইপগান, একটি টুটু বোর রাইফেল, ৫রাউন্ড গুলি ও দুটি নৌকা জব্দ করা হয়েছে।

কয়রা থানার ওসি মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বনদস্যু গামা মন্ডলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্র গুলি ও ১১জন বন্দি জেলেকে উদ্ধার করা হয়েছে। পরো সুন্দরবন থেকে ট্রলারযোগে লোকালয়ে আসার পথে রাত সোয়া ৯টার দিকে বনদস্যু গামা নিহত হয়েছে।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এসডি/ ইএস)