গরিবের মুখে খাবার তুলে দিলেন এমপি জগলুল

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৭, ১২:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীতে অসহায় গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ফুটপাতে শীতার্ত মানুষের মাঝে কয়েকশ কম্বল বিতরণ করেন জগলুল হায়দার। এ সময় তিনি টিএসসির পাশে খোলা আকাশের নিচে রাস্তায় ঘুমানো গরিব ও অসহায় মানুষের মুখে নিজ হাতে খাবারও তুলে দেন।

শ্রমিকদের সঙ্গে মাটি কাটা, রমজানে গরিব মানুষের মাঝে ইফতার ও উন্নতমানের খাবার বিতরণ করার পাশাপশি রাস্তার পাগলকে নিজের জন্য কেনা ঈদের পাঞ্জাবি পরিয়ে দিয়ে এর আগে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন এমপি জগলুল। এমন কাজ করায় বেশ কিছুদিন তিনি সংবাদের শিরোনামও হন। ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমেও তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। এবার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ ও নিজ হাতে খাবার খাইয়ে দিয়ে আবার খবরে এলেন মাটি কেটে শ্রমিকদের সঙ্গে বসে পান্তা খাওয়া জগলুল।

গতকাল রাতে কম্বল বিতরণের সময় এমপি জগলুল একটি ছোট্ট শিশুকে কোলে তুলে নিয়ে আদর করেন। তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে দোয়া চান সাতক্ষীরা থেকে নির্বাচিত এই সাংসদ।

জগলুল হায়দারের আগমনের সংবাদ পেয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা কলেজ ছাত্রলীগের কিছু নেতা সেখানে উপস্থিত হন। তারাও জগলুল হায়দারের কাজে সহযোগিতা করেন। সাংসদের এমন মহানুভবতায় অসহায় মানুষগুলো আবেগাপ্লুত হয়ে পড়েন।

জানতে চাইলে এস এম জগলুল হায়দার ঢাকাটাইমসকে বলেন, প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইতে গভীর রাতে শীতের মধ্যে ঢাকা শহরের অসহায় মানুষের কাছে ছুটে গিয়েছি। জাতীয় সংসদে অধিবেশন চলমান থাকায় ঢাকায় অবস্থান করছেন তিনি।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এমএম/এমআর)