পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানের চুক্তির মেয়াদ বাড়ল

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৭, ১৬:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রফেসর ড. নঈম চৌধুরীর চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন করে তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ধারা ৭ অনুযায়ী ১৮ নভেম্বর ২০১৭ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এ পুনঃ চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে পূর্বের চুক্তির শর্তাবলী অপরিবর্তিত রেখে পুনরায় চুক্তিপত্র সম্পাদন করতে হবে।

এছাড়া পৃথক প্রজ্ঞাপনে সংস্থাটির চুক্তিভিত্তিক নিয়োজিত সদস্য অধ্যাপক ডা. সাহানা আফরোজের চুক্তির মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে সংস্থাটির আরেক সদস্য শওকত আলীকেও তিন বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এমএম/জেবি)