ভালুকায় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

প্রকাশ | ২৩ নভেম্বর ২০১৭, ১৭:৪৯

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের হস্তক্ষেপে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হবিরবাড়ি সিডস্টোর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী জবা রাণীর বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বিয়ে বাড়িতে উপস্থিত হন। পরে তিনি বাল্য বিয়ের বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) দীপায়ন চন্দ্র শুভকে অবগত করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) দীপায়ন চন্দ্র শুভ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করে কনের বাবা নিরঞ্জন দাস ও বিয়ের পুরোহিতকে আটক করে নিয়ে আসেন।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/প্রতিনিধি/ইএস)