সৌদিতে লিফট ছিঁড়ে আহত বাংলাদেশির মৃত্যু

প্রকাশ | ২৩ নভেম্বর ২০১৭, ১৭:৫৩

সৌদি আরব প্রতিনিধি, ঢাকাটাইমস

সৌদি আরবে লিফট ছিঁড়ে আহত বাংলাদেশি কবির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়।

দুর্ঘটনার পর আহত কবির হোসেনকে বুরাইদা ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। টানা ২১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে স্থানীয় সময় সোমবার বিকাল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কবিরের বন্ধু আব্দুল কাইয়ুম গণমাধ্যমকে জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি সৌদিতে কর্মরত। তারা দুজনেই রাজধানী রিয়াদে একই সঙ্গে কাজ করতেন। তিন মাস ধরে কবির কাজ করছেন বুরাইদা শহরে।

তিনি আরও বলেন, কবির হোসেনের লাশ বর্তমানে বুরাইদার একটি হিমাগারে রাখা হয়েছে। দেশ থেকে প্রয়োজনীয় কাগজপত্র এলেই তার লাশ কোম্পানির খরচে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

দেশটির আল কাছিম বুরাইদা শহরে গত ১ নভেম্বর কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে কবির পড়ে গেলেন। ফলে তিনি মারাত্মক আহত হন।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/প্রতিনিধি/এলএ)