নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৬

প্রকাশ | ২৩ নভেম্বর ২০১৭, ১৮:৫০

কনবি প্রতিনিধি, ঢাকাটাইমস

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় একজনের বিপরীতে অন্যজনের পরীক্ষায় অংশগ্রহণের দায়ে ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে  বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তর।

জালিয়াতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. জাহিদুল কবীর বলেন, ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় একজনের বিপরীতে অন্য জনের অংশগ্রহণের দায়ে ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটকরা হলেন-  সোহেল রানা, নাজমুজ সাকিব, মো. আতিক, মাহবুবুর রহমান মনির, সাকিবুর রহমান এবং ফরিদ আলম। তারা সবাই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। পরীক্ষার হলের দায়িত্বরত শিক্ষকরা তাদের ছবি দেখে সন্দেহ হলে আটক করে পুলিশে সোর্পদ করেন।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/প্রতিনিধি/এলএ)