বারী সিদ্দিকীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশ | ২৪ নভেম্বর ২০১৭, ১২:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিশিষ্ট সঙ্গীত সাধক, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। অসংখ্য শ্রোতানন্দিত গানের এই গায়কের মৃত্যুতে এক শোক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, দেশের মানুষ একজন জনপ্রিয় বাংলা লোকসঙ্গীত শিল্পীকে হারালো। তিনি আরও বলেন, যতদিন লোকসঙ্গীত থাকবে- ততদিন বারী সিদ্দিকী বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

জনপ্রিয় সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী বৃহস্পতিবার রাত সোয়া দুইটার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/টিএ/এলএ)