‘কিছু আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক শক্তিশালী হচ্ছে’

প্রকাশ | ২৪ নভেম্বর ২০১৭, ১৩:২৮ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৭, ১৫:১৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, কিছু আরব দেশের সঙ্গে তেল আবিবের গোপন সম্পর্ক শক্তিশালী হচ্ছে। নেতানিয়াহুর বরাত দয়ে ইসরায়েলি দৈনিক ইয়াদিউত আহারোনোত এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার তেল আবিবে নেতানিয়াহু বলেন, কিছু আরব দেশের সঙ্গে এতদিন ইসরায়েলের যে গোপন সম্পর্ক ছিল তা এখন প্রকাশ পেতে শুরু করেছে।

নেতানিয়াহু আরো বলেন, সামরিক, অর্থনৈতিক, তথ্য ও প্রযুক্তি খাতে আরব দেশগুলোর সঙ্গে তেল আবিবের সহযোগিতা শক্তিশালী হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এ বক্তব্য সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

এর আগে ইসরায়েলের তথ্যমন্ত্রী ইসরায়েল কাৎজ সম্প্রতি তেল আবিবের সঙ্গে রিয়াদের গোপন সম্পর্ক প্রকাশ করে দেয়ার জন্য সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, সৌদি রাজার উচিত এখনই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে রিয়াদ সফরের আমন্ত্রণ জানানো।

ইসরায়েলি তথ্যমন্ত্রী আরো বলেন, পারস্য উপসাগরীয় আরব দেশগুলো তেল আবিবের  সঙ্গে গোপন সম্পর্কের বিষয়টি প্রকাশ করে দিলে এসব দেশকে নিরাপত্তা তথ্য দিয়ে সাহায্য করবে ইসরায়েল।

ইরান ও ফিলিস্তিনি সংগ্রামীদের বিরোধিতার ক্ষেত্রে সৌদি আরব ও ইসরায়েল এতদিন গোপনে পরস্পরকে সহযোগিতা করলেও সাম্প্রতিক সময়ে দু’পক্ষই বিষয়টি ধীরে ধীরে প্রকাশ করে দিতে শুরু করেছে।

ইসরায়েল নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের দমন করছে। আর সৌদি বাদশা নিজের রাজতন্ত্র টিকিয়ে রাখার লক্ষ্যে ফিলিস্তিনিদের দমনে ইসরায়েলকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এসআই)