খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

প্রকাশ | ২৫ নভেম্বর ২০১৭, ০৯:৩৩ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৭, ১২:৪৭

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গার দর্শনায় শনিবার সকালে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষের পর থেকে খুলনার সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ রয়েছে। এ ছাড়া বন্ধ হয়ে গেছে খুলনা-রাজশাহী ও খুলনা-চিলাহাটি রুটের ট্রেন চলাচল।

সংঘর্ষের ঘটনায় একটি ট্রেনের চালকসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম রায়হান হাসান। তিনি দুর্ঘটনাকবলিত একটি মালবাহী ট্রেনের চালক।

চুয়াডাঙ্গার রেলস্টেশনের মাস্টার আবদুল খালেক জানান, শনিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন দর্শনা রেলইয়ার্ডে ঢোকার আগে ভুল সংকেতের কারণে দর্শনা হল্ট স্টেশনে ঢুকে পড়ে। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী আরেকটি ট্রেনের সঙ্গে ফরিদপুর থেকে আসা ট্রেনটির সংঘর্ষ হয়। এতে দুটি ট্রেনের ইঞ্জিনই দুমড়ে-মুচড়ে যায়।

উদ্ধারকাজ শুরু হয়েছে। খুব দ্রুতই খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানান আবদুল খালেক।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/জেডএ)